“এতিমদের সঙ্গে সরকার আছে তাই সমাজে প্রতিষ্ঠত হওয়া নিয়ে কোন ভয় নেই”…নওগাঁয় রাজশাহী বিভাগীয় কমিশনার

“এতিমদের সঙ্গে সরকার আছে তাই সমাজে প্রতিষ্ঠত হওয়া নিয়ে কোন ভয় নেই”...নওগাঁয় রাজশাহী বিভাগীয় কমিশনার
বিকাশ চন্দ্র প্রাং, নওগাঁ প্রতিনিধি: রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ন কবীর বলেছেন সৃষ্টিকর্তার (আল্লাহ) পর এতিমদের সঙ্গে সরকার রয়েছে। তাই লেখাপড়া শেষে সমাজে প্রতিষ্ঠত হওয়া নিয়ে কোন ভয় নেই। বর্তমান সরকার প্রতিটি বিভাগে এতিমদের জন্য আলাদা ভাবে সুযোগ সৃষ্টি করেছে। যে কোন চাকরী থেকে শুরু করে যে কোন জায়গায় এতিমদের আলাদা কদর করা হয়। তাই একটু কষ্ট করে ভালো ভাবে লেখাপড়া শেষ করতে হবে। আমাদের নবীজিও এতিম ছিলেন। তাই এতিম হলেই যে সে সবকিছু থেকে বঞ্চিত হবে এমন ধারনা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই এতিমদের সকল প্রকারের সুযোগ-সুবিধা দিয়ে একজন মেধাবী মানুষ হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার বদ্ধপরিকর।
তিনি শনিবার নওগাঁ সরকারি শিশু পরিবারের (বালিকা) নিবাসীদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই কথাগুলো বলেন। এদিন সকালে শহরের সরকারি শিশু পরিবার (বালিকা) নিবাসী প্রাঙ্গনে জেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সহযোগিতায় শিশু নিবাসের ৬৫জন শিশু ও ২জন বৃদ্ধার মাঝে শীতবস্ত্র হিসেবে উন্নতমানের ওভার কোট বিতরণ করা হয়। জেলা প্রশাসক মো. হারুন-অর-রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইব্রাহিম, জেলা সমাজ সেবা কর্মকর্তা নূর মোহাম্মদ, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মকর্তা কামরুল আহসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিন, নিবাসের উপ-ত্বত্তাবধায়ক (অতিরিক্ত দায়িত্ব) সাইদুর রহমান প্রমুখ। এসময় নিজেদের পছন্দমাফিক শীতবস্ত্র পেয়ে খুশিতে মেতে ওঠে এতিম শিশু ও বৃদ্ধরা।

আপনি আরও পড়তে পারেন