ফ্রান্সে টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার ৩ মাস পরেই বুস্টার

ফ্রান্সে টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার ৩ মাস পরেই বুস্টার

ফ্রান্সের যেসব প্রাপ্ত ও অপ্রাপ্তবয়স্ক নাগরিক করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন, তাদেরকে ওই ডোজ নেওয়ার তিন মাসের মধ্যেই বুস্টার বা তৃতীয় ডোজ দেওয়ার পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার।

এতদিন পর্যন্ত নিয়ম ছিল, টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার ৫ মাস পর বুস্টার দেওয়া হবে; কিন্তু দেশটিতে করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের জেরে সেই মেয়াদ সংশোধন করতে বাধ্য হয়েছে সরকা

এছাড়া, এতদিন কেবল প্রাপ্তবয়স্ক নাগরিকদেরই বুস্টার ডোজ দেওয়া হতো ফ্রান্সে। নতুন নিয়ম অনুযায়ী, প্রাপ্তবয়স্কদের পাশাপাশি কিশোর-কিশোরীদেরও বুস্টার দেওয়া হবে।

ফ্রান্সের জাতীয় স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ এইচএএস হেলথ অথরিটির বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

ইউরোপের অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ বর্তমানে ফ্রান্স মহামারির পঞ্চম ঢেউ মোকাবিলা করছে। দেশটিতে এখন দৈনিক করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন প্রায় ৭০ হাজার মানুষ।

তবে করোনাভাইরাসের সবচেয়ে সংক্রামক ধরন হিসেবে স্বীকৃতি পাওয়া ওমিক্রনের প্রভাবে খুব শিগগিরই দেশটিতে দৈনিক আক্রান্ত রোগীর সংখ্যা লাখ ছাড়িয়ে যাবে বলে বুধবার সতর্কবার্তা দিয়েছেন ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী ওলিভিয়ে ভেরোঁ। তিনি আরও বলেছেন, জানুয়ারির শুরুতেই ফ্রান্সে প্রাধান্য বিস্তার করবে ওমক্রিন।

এইচএএস হেলথ অথরিটির শুক্রবারের বিবৃতিতে জনগণকে টিকা নেওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, ‘কর্তৃপক্ষ আশা করছে, মানুষের টিকা নেওয়ার সংখ্যা বাড়লে তারা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে পারবেন।

আপনি আরও পড়তে পারেন