নারী নির্যাতন ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে রাণীনগরে দুই দিনব্যাপী সচেতনতামূলক কর্মশালার উদ্বোধন

নারী নির্যাতন ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে রাণীনগরে দুই দিনব্যাপী সচেতনতামূলক কর্মশালার উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে নারী নির্যাতন ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে দুই দিনব্যাপী সচেতনতামূলক কর্মশালার উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদের আয়োজনে এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ ও জাইকার সহায়তায় পরিষদ হলরুমে এ কর্মশালা উদ্বোধন করা হয়। এ কর্মশালার বাস্তবায়নকারী সংস্থা উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু।

বুধবার দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় বিভিন্ন শ্রেণী পেশার ৭৫ জন অংশগ্রহণ করেন। বৃহস্পতিবারও হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হবে।

রাণীনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহীনা আক্তারের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএইচএম ইফতেখারুল আলম খাঁন, সদর ইউপি চেয়ারম্যান চন্দনা শারমিন রুমকি, কাশিমপুর ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান বাবুসহ অন্যান্যরা।

 

আপনি আরও পড়তে পারেন