নওগাঁয় ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্ব; সহপাঠীকে হাঁসুয়ার কোপে জখম

নওগাঁয় ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্ব; সহপাঠীকে হাঁসুয়ার কোপে জখম

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁয় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সহপাঠী মোঃ নাহিদ হোসেন (১৪) কে হাঁসুয়ার কোপে জখম করার ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে শহরের গার্লস স্কুল সংলগ্ন সমবায় অফিসের সামনে ঘটনাটি ঘটে। আহত নাহিদ সদর উপজেলার বালুডাঙ্গা বাসস্ট্যান্ড মহল্লার মৃত আজাদুল ইসলামের ছেলে এবং কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণী ছাত্র।

জানা যায়, এদিন সকাল আনুমানিক ৯ টায়
শহরের এটিএম খেলার মাঠে নাহিদ ও তার সহপাঠীরা ক্রিকেট খেলা নিয়ে একে অপরের সাথে দ্বন্দে লিপ্ত হয়। এর জের ধরে পৌনে ১২ ঘটিকায় নওগাঁ গার্লস স্কুল সংলগ্ন সমবায় অফিসের সামনে বাকবিতন্ডার এক পর্যায়ে নাহিদ হোসেনকে হাসুয়া দিয়ে মাথার পিছন দিকে আঘাত করে। এতে নাহিদ হোসেনের মাথার পিছন দিকে হাসুয়া আটকে যায়। উপস্থিত লোকজন এসে আহত নাহিদকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে দেয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নাহিদ হোসেন এর মাথা থেকে হাসুয়া বের করে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে বলে জানা যায়।

আহত নাহিদ হোসেনের পরিবার সুত্রে জানা যায়, ক্রিকেট খেলার দ্বন্দ্বে জড়িতরা হলেন, নওগাঁর উকিল পাড়া মহল্লার, মোঃ লাম (১৪), ও মোঃ দিহান (১৪), এবং মাস্টার পাড়া মহল্লার মোঃ রিফাত হোসেন (১৪) ও মোঃ দিহান হোসেন (১৪)। এরা তারই সহপাঠী ছিলেন বলে পরিবার থেকে জানা যায়।#

নওগাঁ সদর মডেল থানার (তদন্ত) ওসি মোঃ রাজিবুল ইসলাম জানান, এবিষয়ে এখনও পর্যন্ত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।#

আপনি আরও পড়তে পারেন