হোসেনপুরে “হ্যালো গোবিন্দপুর” এর উদ্যোগে বিধবাকে ঘর প্রদান।

হোসেনপুরে "হ্যালো গোবিন্দপুর" এর উদ্যোগে বিধবাকে ঘর প্রদান।
মাহফুজ রাজা, জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ;
মানবিক কাজে আসে আত্মার পরিশুদ্ধি,,
মানবতায় হোক প্রসারিত বিবেক-বুদ্ধি।
কিশোরগঞ্জের হোসেনপুরে জনপ্রিয় মানবিক সংগঠন  “হ্যালো গোবিন্দপুর” এর উদ্যোগে অসহায় এক বিধবা মহিলাকে সন্তানদের নিয়ে একটু প্রশান্তির আশায় ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে।
জানা যায়,উপজেলার ৩ নং গোবিন্দপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড  লুলিকান্দি গ্রামের মৃত শফিকের স্ত্রী মর্জিনা বেগম।  ০৫ জন ছোট ছোট এতিম কন্যা সন্তান নিয়ে বড় বিপাকে দিনাতিপাত করছিলেন ।সহায় সম্বলহীন পরিবারের, অসহায়ত্বের খবর পেয়ে, এগিয়ে আসেন হোসেনপুর সরকারি কলেজের অধ্যাপক জনাব এবিএম  ছিদ্দিক চঞ্চলের নেতৃত্বে “হ্যালো গোবিন্দপুর” মানবিক সংগঠন ।বিধবার পরিবারের জন্য তৈরি করে দিলেন ঘর।
বৃহস্পতিবার ২০(জানুয়ারি) অসহায় বিধবা মহিলার ঘরটি উদ্বোধনের মাধ্যমে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, “হ্যালো গোবিন্দপুর ”  মানবিক সংগঠনের সম্মানিত সভাপতি ও শিশুদের হাসি ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা জনাব এবিএম ছিদ্দিক চঞ্চল, হ্যালো গোবিন্দপুর  মানবিক সংগঠনের সম্মানিত এডমিন জনাব হাবিবুর রহমান হিমেল, শিশুদের হাসি ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি জনাব  মাহমুদুল হক রিয়াদ, এলাকার সম্মানিত ব্যক্তি জনাব সাইফুর রহমান,শিশুদের হাসি ফাউন্ডেশনের সম্মানিত সদস্য জনাব মাহফুজুল হক রিয়াদ, জনাব শাহরাজ হোসেন রিয়াদ,লুলিকান্দি স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক  জনাব হুমায়ুন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
হ্যালো গোবিন্দপুরের সম্মানিত সভাপতি এবিএম ছিদ্দিক চঞ্চল জানান,অনেক চেষ্টা করে,অনেকের হাতে পায়ে ধরে ঘরের ব্যবস্থা আল্লাহর রহমতে করে দিতে পেরেছি।আমার মনে নিবিড় প্রশান্তির ছুঁয়া মিলেছে।আমি মনে করি সকল স্বামর্থ্যবান মানুষেরা যদি মানবিক দৃষ্টিতে আশপাশে সামন্যতম সুনজর দেয়,তাহলে হয়ত সহজেই লাঘব হবে অসহায়ের দুঃখ।সুন্দর হাসিতে অলঙকৃত হবে সমাজ।

আপনি আরও পড়তে পারেন