নওগাঁয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

নওগাঁয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

বিকাচ চন্দ্র প্রাং, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁয় জেলা প্রেস ক্লাবের গণযোগাযোগ ও মিডিয়া কর্মীদের সাথে নবাগত জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ মতবিনিময় করেছেন। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইব্রাহিম। সভায় জেলায় কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা বক্তব্য রাখেন। এসময় জেলা প্রশাসক জেলার বিভিন্ন সমস্যাসহ নানা বিষয়ে কথা শোনেন। নওগাঁকে আরও সমৃদ্ধ করতে তিনি সরকারের সহযোগিতা নিয়ে কাজ করার আশ্বাস দেন। এছাড়া নওগাঁকে সমৃদ্ধ করতে সরকারকে সার্বিক সহযোগিতা ও সরকারের নানা কর্মকান্ড বাস্তবায়ন করতে নওগাঁয় কর্মরত গনমাধ্যমকর্মীদের কাছ থেকেও তিনি সহযোগিতা কামনা করেন। এর আগে জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। চলতি মাসের ১৩তারিখে খালিদ মেহেদী হাসান নওগাঁর নতুন জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন।

 

আপনি আরও পড়তে পারেন