ভৈরব ও কুলিয়ারচরের মুখোমুখি দুই গ্রাম,আহত ৫০

ভৈরব ও কুলিয়ারচরের মুখোমুখি দুই গ্রাম,আহত ৫০
মাহফুজ রাজা,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি ;
গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর নির্মাণের মাটি উত্তোলনকে কেন্দ্র করে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার মাধবদী গ্রাম ও ভৈরব উপজেলার আকবরনগর গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছে বলে জানা গেছে। রবিবার (৩০ জানুয়ারি) সকালে ঘর নির্মাণের জন্য মাটি উত্তোলন করতে গেলে দুই গ্রামবাসীর মধ্যে উত্তেজনার সৃষ্টি হলে এ সংঘর্ষ শুরু হয়।
জানা যায়, ঘর নির্মাণের মাটি উত্তোলন করতে সহকারী কমিশনার (ভূমি) ও সার্ভেয়ার মাধবদী গ্রামে সীমানা নির্ধারণ করার জন্য যায়। এর আগেও সীমানা নির্ধারণের জন্য গ্রামে গিয়েছিলেন তারা। রবিবার সকালে পুণরায় জমির সীমানা নির্ধারণের জন্য গেলে মাধবদী ও আকবরনগর গ্রামের লোকজন বাধা দেয় এ বলে যে, সঠিকভাবে জমির সীমানা নির্ধারণ করা হয়নি। পরে দুগ্রামের লোকজনের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় এবং সংঘর্ষ বাধে।
কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী বলেন, ঘর নির্মাণের মাটি উত্তোলনের জন্য সীমানা নির্ধারণ করতে গেলে গ্রামবাসীরা বাধা দেয়। পরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর নির্মাণের মাটি উত্তোলনকে কেন্দ্র করে যে সংঘর্ষের সৃষ্টি হওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ তৎপর ছিল। এখন পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

আপনি আরও পড়তে পারেন