জগন্নাথপুরে চুরি হওয়া মোটর সাইকেল ছাতকে উদ্ধার

জগন্নাথপুরে চুরি হওয়া মোটর সাইকেল ছাতকে উদ্ধার

হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুর এর কলকলিয়া বাজার থেকে চুরি যাওয়া পালসার মোটর সাইকেল ছাতক এর পল্লী থেকে উদ্ধার হয়েছে।
ঘটনার বিবরণে জানাযায়, সুনামগঞ্জের দিরাই উপজেলাধীন জগদল ইউনিয়ন এর অন্তর্ভুক্ত রাজনাও গ্রাম নিবাসী মৃত মোঃ আব্দুর রব এর ছেলে মোঃ আব্দুল লতিফ সিলেট থেকে নিজ বাড়ী যাওয়ার পথে ৩০ শে জানুয়ারী রোজ রবিবার রাত প্রায় ৭ ঘটিকার সময় জগন্নাথপুর উপজেলাধীন কলকলিয়া বাজারস্থ রাহীম স্টুডিওর সামনে কালো রঙের পালসার মোটর সাইকেলটি ( গাড়ী নং-সিলেট-মেট্রো-ল-১১-০০-৯২) রেখে পার্শ্ববর্তী চায়ের দোকানে বসে ছাতক উপজেলাধীন শক্তিয়ারগাঁও গ্রাম নিবাসী মোঃ আছাব মিয়া (সাবেক মেম্বার) কে নিয়ে মোটর সাইকেল এর মালিক আব্দুল লতিফ তার ভাই সহ চা খেয়ে বাড়ী যাইতে চাইলে মোটর সাইকেল যথা স্থানে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করেও মোটর সাইকেলটি পাননি। মোটর সাইকেলটি চুরি হয়েছে বলে স্থানীয়রা ও মালিক পক্ষ আন্দাজ করেন। এই দিন দিবাগত রাত প্রায় ২ ঘটিকার সময় এই মোটর সাইকেলটি ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়ন এর অন্তর্ভুক্ত গোয়াসপুর গ্রাম এলাকার রাস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছেন ছাতক উপজেলার শক্তিয়ারগাঁও গ্রাম নিবাসী সাবেক মেম্বার মোঃ আছাব মিয়া। মোটর সাইকেলটি ৩১ শে জানুয়ারী রোজ সোমবার দুপুরে মোটর সাইকেল এর  মালিক আব্দুল লতিফ এর নিকট হস্তান্তর করেছেন সাবেক মেম্বার মোঃ আছাব মিয়া।
এব্যাপার আছাব মিয়া মেম্বার কলকলিয়া বাজার বনিক সমিতির সভাপতি হারুন মিয়া, সাধারন সম্পাদক ফখরুল ইসলাম ও যুগ্ম সাধারন সম্পাদক আবু তাহের সহ আরো অনেক এর উপস্থিতিতে বলেন, রাত দুই ঘটিকার দিকে মোটর সাইকেলটি পরিত্যক্ত অবস্থায় পেয়ে আমাদের বাড়ীতে নিয়ে যাই। মোটর সাইকেল এর মালিক আমার আত্বীয় গাড়ীটি তাদের নিকট হস্তান্তর করেছি।
এ ব্যাপারে মোটর সাইকেল এর মালিক আব্দুল লতিফ বলেন, চুরেরা আমার মোটরসাইকেল চুরি করে নিয়ে গিয়েছিল। আমার আত্বীয় শক্তিয়ারগাঁও গ্রাম নিবাসী  সাবেক মেম্বার আছাব মিয়ার মাধ্যমে গতকাল ৩১ শে জানুয়ারী আমার চুরি হওয়া মোটর সাইকেলটি পেয়েছি।

আপনি আরও পড়তে পারেন