সান্তাহারে ধাতব মুদ্রাসহ দুই প্রতারক গ্রেফতার

সান্তাহারে ধাতব মুদ্রাসহ দুই প্রতারক গ্রেফতার
বিকাশ চন্দ্র প্রাং, নওগাঁ প্রতিনিধি:
বগুড়ার সান্তাহারে ব্রিটিশ ধাতব মুদ্রা দিয়ে প্রতারণার অভিযোগে শফিকুল ইসলাম(৪০) ও বিপ্লব দেওয়ান(২৭) নামে দুই প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-১২। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি)  বিকাল ৫টায় আদমদীঘি উপজেলার সান্তাহার পৌওতা রেলগেইট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শফিকুল ইসলাম নওগাঁ জেলার সদর থানার শাহাপুর এলাকার আফজাল মন্ডলের ছেলে এবং বিপ্লব দেওয়ান জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার বালুকাপাড়ার জহুরুল ইসলামের ছেলে।
শুক্রবার বেলা ১১টার দিকে র‍্যাব-১২ বগুড়ার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
র‍্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার সোহরাব হোসেন জানান, উপজেলার সান্তাহারে ব্রিটিশ ধাতব মুদ্রার বিনিময়ে আর্থিক লেনদেন হবে এমন সংবাদের ভিত্তিতে এদিন অভিযান চালিয়ে পৌর শহরের পৌওতা রেলগেইট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে থেকে ৫টি ব্রিটিশ ধাতব মুদ্রা, মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান,  গ্রেফতারকৃত প্রতারকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার আদমদীঘি থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন