‘ভ্যালেন্টাইনস ডে’তে বিশ্ববিদ্যালয়ে সিঙ্গেলদের প্রবেশ নিষেধ!

‘ভ্যালেন্টাইনস ডে’তে বিশ্ববিদ্যালয়ে সিঙ্গেলদের প্রবেশ নিষেধ!

১৪ ফেব্রুয়ারি ভ্যালেনটাইন্স ডে। আর তার আগেই খুঁজে নিতে হবে প্রেমিক বা প্রেমিকা! বিশ্ববিদ্যালয়ে হবে ‘ভ্যালেন্টাইনস ডে’র অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে সিঙ্গেলদের প্রবেশ নিষেধ!

ভারতের পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে এমন নোটিস আসতেই ছড়ায় তীব্র চাঞ্চল্য। তবে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই নোটিস বৈধ নয়।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটি নোটিস রীতিমতো ভাইরাল হয়ে যায়।

স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, ওই নোটিসে লেখা রয়েছে, ‘আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে প্রেমিক বা প্রেমিকা খুঁজে নেওয়ার শেষদিন। সঙ্গী খুঁজে নথিভুক্ত করতে হবে নাম। কারণ ভালবাসার দিনে বিশ্ববিদ্যালয় চত্বরে বিশেষ অনুষ্ঠান আয়োজিত হবে। আর তাতে সিঙ্গেলরা প্রবেশ করতে পারবেন না। সঙ্গীর হাত ধরেই সেখানে যাওয়া যাবে’। নোটিসটির নিচে রয়েছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সই।

তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দেয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টাতেই এমনটা করা হয়েছে। রেজিষ্ট্রার স্নেহমঞ্জু বসুর সই জাল করে এই বিজ্ঞপ্তি তৈরি করা হয়েছে। ভ্যালেনটাইন্স ডে নিয়ে এমন কোনও নোটিস জারি করা হয়নি। গোটা ঘটনার তদন্ত চেয়ে পুলিশের দ্বারস্থও হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এদিকে দীর্ঘদিন পর করোনাতঙ্ক কাটিয়ে গত ৩ ফেব্রুয়ারি থেকে পশ্চিমবঙ্গের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে ফিরেছেন শিক্ষার্থীরা। ভার্চুয়াল দুনিয়া ছেড়ে ফের অফলাইনে ক্লাস করার সুযোগ পাচ্ছেন ছাত্রছাত্রীরা। তবে এরই মধ্যে হঠাৎই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এমন ‘নোটিসে’ হইচই পড়ে যায়। তবে কে বা কারা এমনটা করল, কোন উদ্দেশ্যেই বা করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

 

আপনি আরও পড়তে পারেন