ফিরমিনো-সালাহর গোলে জয় পেয়েছে লিভারপুল

ফিরমিনো-সালাহর গোলে জয় পেয়েছে লিভারপুল

উয়েফা চ্যাম্পিয়নস লিগে বুধবার রাতে জয় পেয়েছে লিভারপুল। প্রতিপক্ষের মাঠ গুইসেপে মেয়াজ্জা স্টেডিয়ামে মোহাম্মদ সালাহ ও রবার্তো ফিরমিনোর গোলে শেষ ষোলোর প্রথম লেগে ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়েছে ইয়ুর্গেন ক্লপের দল।

প্রথমার্ধে বল দখলে প্রায় সমানে সমান ছিল দুই দল। তবে গোলের উদ্দেশে শট বেশি নিতে পারে লিভারপুল। বিরতি থেকে ফিরে ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলছিল ইন্টার মিলান। অল রেডস শিবিরে একের পর এক অ্যাটাকে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে নিতে থাকে স্বাগতিকরা। কিন্তু সেগুলো কাজে লাগাতে পারে না।

৭৪ মিনিটের পর থেকে খেই হারায় তারা। ৭৫ মিনিটের সময় লিড নেয় লিভারপুল। এসময় কর্নার পায় অলরেডরা। রবার্টসনের কর্নারে চমৎকার হেডে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন বিরতির সময় বদলি নামা ফিরমিনো। ৮৩তম ব‍্যবধান দ্বিগুণ করেন সালাহ। ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডের নেওয়া ফ্রি কিক বক্সের সামনে লাফিয়ে উঠে নিয়ন্ত্রণে নেন ভার্জিল ফন ডাইক। বল তার মাথা ছুঁয়ে চলে আসে সালাহর সামনে। সালাহ শট নেন। বল সবাইকে ফাঁকি দিলে জালে প্রবেশ করে।

বাকি সময়ে গোলের তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই। এতে ২-০ গোলের ব্যবধানে জয় পায় লিভারপুল।

এক যুগেরও বেশি সময় আগে ২০০৮ সালে চ্যাম্পিয়নস লিগে সবশেষ ইন্টার মিলানের মুখোমুখি হয়েছিল লিভারপুল। আগামী ৮ মার্চ অ‍্যানফিল্ডে হবে ফিরতি পর্বের লড়াই। তবে সান সিরোর জয়ে শেষ আটের পথে অনেকটাই এগিয়ে গেছে লিভারপুল।

 

আপনি আরও পড়তে পারেন