পুলিশি সেবা দ্রুত পৌঁছে দিতে শ্রীমঙ্গল পৌরসভায় বিট পুলিশের কার্যালয়

পুলিশি সেবা দ্রুত পৌঁছে দিতে শ্রীমঙ্গল পৌরসভায় বিট পুলিশের কার্যালয়

অরবিন্দ দেব, শ্রীমঙ্গল প্রতিনিধি :

শ্রীমঙ্গল পৌর এলাকায় পৌরবাসীর পুলিশিং সেবা নিশ্চিত করতে পৌরসভার দ্বিতীয় তলায় সম্প্রসারিত বিট পুলিশিং কার্যালয় স্থাপন করা হয়েছে। পৌরসভার ৯টি ওয়ার্ডকে তিন স্তরে বিট ভাগ করা হয়েছে। তিনটি ওয়ার্ডের সমন্বয়ে একটি বিট। প্রতি বিটে অফিসারসহ পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। এক বিট থেকে সপ্তাহে ২দিন করে ৩বিটে ৬ দিন অফিস করা হবে শ্রীমঙ্গল পৌরসভায়। পৌরসভার ৯টি ওয়ার্ডের বাসিন্দারা পৌরসভার বিট পুলিশের কার্যালয় থেকে পুলিশি সেবা গ্রহণ করতে পারবেন।

বৃহস্পতিবার  দুপুরে গিয়ে দেখা যায়, জননিরাপত্তা জনিত পুলিশিং সেবা নিয়ে পৌর মেয়র মো.  মহসিন মিয়া মধুর সাথে মিটিং করছেন, শ্রীমঙ্গল থানার এসআই মোখলেছুর রহমান লস্কর ও এসআই দুর্জয় সরকার।
এ সময় জানা গেছে, পৌরসভার বিট পুলিশিং এর কার্যালয় থেকে পৌর এলাকায় মাদক, সন্ত্রাস,জঙ্গিবাদ, জুয়া, ইভটিজিং সহ সব ধরনের আইন বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কাজ করা হবে।

এসআই মোখলেসুর রহমান লস্কর জানান, জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে এই কার্যক্রম আরো গতিশীল করা হয়েছে। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শামীম অর রশীদ তালুকদার এসব কার্যক্রম সার্বক্ষণিক মনিটরিং করে যাচ্ছেন।
পৌর এলাকায় যেকোনো পুলিশিং সেবা গ্রহণ করতে- ০১৩২০-১১৯৮১৭/০১৩২০-১১৯৮১৭/০১৩২০-১১৯৮১৮ এসব নাম্বারে যোগাযোগ করতে বলেন তিনি।

পৌর মেয়র মো. মহসিন মিয়া মধু বলেন, শ্রীমঙ্গল থানা পুলিশ যে উদ্যোগ হাতে নিয়েছে তা প্রশংসনীয়। মানুষ সেবা নিতে গিয়ে যেন কোন ধরনের হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রেখে কাজ করলে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। তিনি বলেন,আর তখনই সম্প্রসারিত পুলিশিং কার্যক্রমে পূর্ণ সার্থকতা আসবে। বিট পুলিশিং কার্যক্রমে পৌরসভার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও জানান মেয়র মহসিন মিয়া মধু।

এ সময় উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ মীর এম এ সালাম, পৌর কাউন্সিলর আব্দুল জব্বার আজাদ, সাংবাদিক আব্দুস শুকুর, নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল শাখার সভাপতি আমজাদ হোসেন রনি, সাংবাদিক এহসান সুমন প্রমুখ।

আপনি আরও পড়তে পারেন