‘বাণিজ্যমন্ত্রীর বক্তব্য দুর্নীতির পক্ষে জোরালো সাফাই’

‘বাণিজ্যমন্ত্রীর বক্তব্য দুর্নীতির পক্ষে জোরালো সাফাই’

‘দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়ে সরকারের কিছুই করার নেই’- বাণিজ্যমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ বক্তব্যকে ‘দুর্নীতির পক্ষে জোরালো সাফাই’ হিসেবে অভিহিত করেছেন তিনি।

রিজভী বলেন, মন্ত্রীর এ বক্তব্যে মনে হয়, আওয়ামী লীগ দেশ চালাচ্ছে না। তাদের কিছু করার নেই। দেশ চালাচ্ছে অদৃশ্য এক শক্তি। মন্ত্রীর বক্তব্য কর্মহীন, অর্ধাহারী, অনাহারক্লিষ্ট দেশবাসীর প্রতি নিষ্ঠুর রসিকতা।

রোববার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। রিজভী বলেন, মাঝে মাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে অদৃশ্য শক্তিধরদের বক্তব্য পাওয়া যায়। বাণিজ্যমন্ত্রীর বক্তব্য দুর্নীতির পক্ষে জোরালো সাফাই ছাড়া কিছু নয়।

বিএনপি তাদের ক্ষমতার পাঁচ বছরে বছরের ক্ষমতাকালে দেশকে ৫০ বছর পিছিয়ে দিয়েছিল— প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টার বক্তব্যের প্রসঙ্গে রিজভী বলেন, আওয়ামী লীগ কোন দিক দিয়ে এগিয়েছে সেটির বিষয়ে তিনি কিছুই বলেননি। বর্তমান সরকার যে দেশকে পেছনের দিকে এগিয়ে নিয়ে গেছে, তা নিয়ে কিছুই বলেননি।

আওয়ামী লীগ সরকার গত ১২ বছরে দেশের মানুষকে গরিব বানিয়ে দিয়েছে মন্তব্য করে তিনি বলেন, তারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছে। এখন পাল্লা দিয়ে বেড়েছে অপঘাতে মৃত্যুর সংখ্যা।

সংবাদ সম্মেলন থেকে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বিএনপির দুদিনের কর্মসূচি ঘোষণা করেন রিজভী।

 

আপনি আরও পড়তে পারেন