‘বাইরের লোক’ মাশরাফিকে ডমিঙ্গোর ‘হাই’

‘বাইরের লোক’ মাশরাফিকে ডমিঙ্গোর ‘হাই’

বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ হিসেবে রাসেল ডমিঙ্গোর থাকা, না থাকা নিয়ে বেশ জল ঘোলা হচ্ছে। সংবাদমাধ্যমে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পর্কটা ভালো যাচ্ছে না এই দক্ষিণ আফ্রিকান কোচের। আপাতত‘ঠেকায়’ কাজ চালাচ্ছেন তিনি। যে কোনো সময় বাজতে পারে তার বিদায় ঘণ্টা। তবে এনিয়ে সরাসরি কথা বলতে নারাজ বিসিবি, মুখে কুলুপ ডমিঙ্গোরও।

আজ (বৃহস্পতিবার) চট্টগ্রামে বাংলাদেশ দলের ঐচ্ছিক অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন রাসেল ডমিঙ্গো। যেখানে প্রশ্নবানে জর্জরিত হলেন তিনি। তবে সব প্রশ্নেরই উত্তর দিলেন বেশ প্রাণবন্তভাবে। সংবাদ সম্মেলন ছেড়ে যাওয়ার সময় সংবাদমাধ্যমকে উদ্দেশ্য করে বলে গেলেন, ‘মাশরাফিকে আমার হাই জানিয়ে দিও।’

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ চলাকালীন মাশরাফিকে নিয়ে আলোচনা হওয়ার কথা নয়। তবে রাসেল ডমিঙ্গোকে পেয়ে এক সাংবাদিক প্রসঙ্গ তুললেন। রাসেলকে জানালেন, এক বছর আগের করা মাশরাফির অভিযোগ। যেখানে একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মাশরাফি রাসেলের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন।

ওই সময় মাশরাফি বলেন, ‘রাসেল আমাকে এক কাপ কফির দাওয়াত দিয়েছিলেন। তিনি আমাকে প্রস্তাবটা দিয়েছিলেন পাকিস্তান সিরিজের আগে। তখন বোর্ডে ডেকেছিল আমাকে। আমি তাকে বলেছি, তোমার যে পরিকল্পনা, আমাকে বাদ দিলেও জানিও। না বাদ দিলেও জানিও। যেন আমি মানসিকভাবে প্রস্তুত থাকতে পারি।’

আজ নিজের অবস্থান পরিস্কার করলেন রাসেল, ‘এখন স্কোয়াডে নেই এমন খেলোয়াড়দের নিয়ে কথা বলতে আমি পছন্দ করি না। বাইরের মানুষ কী বলে, কী করে তা আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয় জনাব। আমার মনোযোগ আমার দল, পরিবার, কাজে। এর বাইরে কোনো কিছুতে মনোযোগ নেই।’

 

আপনি আরও পড়তে পারেন