দ. আফ্রিকায় ভালো করার নিশ্চয়তা দিতে পারছেন না মুমিনুল

দ. আফ্রিকায় ভালো করার নিশ্চয়তা দিতে পারছেন না মুমিনুল

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ ফেব্রুয়ারি শুরু হয় বাংলাদেশ টাইগার্সের মূল কার্যক্রম। মূলত আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজের প্রস্তুতি হিসেবে এই ক্যাম্পের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রোটিয়া সফরে বাউন্সি উইকেটের ভাবনায় মুমিনুল হকের পরামর্শে বগুড়ায় নেওয়া হয়েছে এই ক্যাম্প। তবে বগুড়ায় ক্যাম্প করলেই যে দক্ষিণ আফ্রিকায় ভালো ফল পাওয়া যাবে, সেই নিশ্চয়তা দিতে পাচ্ছেন না বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক।

বগুড়া থেকে পাঠানো এক ভিডিও বার্তায় মুমিনুল বলেন, ‘আমি এখানে ক্যাম্প করেছি তাই দক্ষিণ আফ্রিকায় ভালো করব, এই নিশ্চয়তা দিতে পারব না। আমি প্রক্রিয়াটা ঠিক রাখতে চাই। প্রক্রিয়া ঠিক থাকলে ভালো করতে পারব। বোর্ড আমাদের যে সুযোগটা করে দিয়েছে, সেটা আমাদের জন্য ভালো হবে। এখানকার কন্ডিশনও খুব ভালো ছিল। ব্যা

 

টসম্যান, বোলার সবার জন্যই। যারা বাংলাদেশের জন্য ভবিষ্যতে খেলবে, তাদের জন্য এটা খুব ভালো একটা ক্যাম্প হয়েছে বলে আমার মনে হয়।’

তবে সবশেষ নিউজিল্যান্ড সফরে পাওয়া জয় টাইগার টেস্ট দলের আত্মবিশ্বাসে রসদ যোগাবে বলে মনে করছেন মুমিনুল। যদিও অতীত নিয়ে পড়ে থাকতে রাজি নন মুমিনুল।

অধিনায়কের ব্যাখ্যা, ‘এটা অবশ্যই আমাদের আত্মবিশ্বাস বাড়াবে। কারণ একটা বড় দলের বিপক্ষে তাদের মাটিতে ম্যাচ জেতা বড় ব্যাপার। তবে আমাদের অতীত নিয়েও বেশি ভাবনার প্রয়োজন নেই। আমাদের দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে ভাবতে হবে। যেহেতু আমাদের নিয়ে মানুষের প্রত্যাশাও বেড়েছে, তাই আমাদের পরবর্তী চ্যালেঞ্জ হিসেবে দক্ষিণ আফ্রিকা সিরিজে কেমন করি সেটা গুরুত্বপূর্ণ।’

চ্যালেঞ্জের বার্তা দিয়ে যোগ করেন মুমিনুল, ‘অন্যান্য দলগুলো আমাদের আগে যেভাবে দেখত, এখন নিশ্চয়ই সেভাবে দেখবে না। দলগুলো এখন আমাদের আরও গুরুত্ব দেবে। সেদিক চ্যালেঞ্জও থাকবে।’

 

আপনি আরও পড়তে পারেন