হবিগঞ্জে ব্যান্ডিং উন্নয়ন প্রকল্পে আওতায় ২ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

হবিগঞ্জে ব্যান্ডিং উন্নয়ন প্রকল্পে আওতায় ২ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
আনিসুর রহমান , মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলা ব্যান্ডিং বিষয়ক উন্নয়ন প্রকল্প আওতায় ৪০ জন উদ্যোক্তা নিয়ে ২ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ মার্চ) সকালে জেলা সার্কিট হাউজে ব্যান্ডিং উন্নয়ন প্রকল্প আওতায় প্রশিক্ষণ কর্মশালা জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়। জেলা সহকারী কমিশনার ও বিকল্প ফোকাস পয়েন্ট কর্মকর্তা মোছাঃ তাসমিন সঞ্চালনায়, জেলা প্রাশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে  সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন ড. এম,মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য মিন্টু চৌধুরী, দেওয়ান মোঃ হুমায়ুন কবির যুগ্ম-সচিব, মোঃ সাইফুল ইসলাম যুগ্ম সচিব, মোঃ দৌলত উজমান খান উপ-সচিব, মোঃ শামসুরজ্জামান উপ-সচিব, উমর ফারুক এটুআই কর্মসূচি, বোরহান উদ্দিন বাংলাদেশ টুরিজম বোর্ড সহকারী পরিচালক, আরিফুর ইসলাম এটুআই কর্মসূচি আরও বক্তব্য রাখেন, আবু তাহের মোঃ জাবেদ পরিচালক বাংলাদেশ টুরিজম বোর্ড, তৌহিদুল ইসলাম ইচ্ছে ঘুড়ি ট্রাভেল এর প্রতিষ্ঠাতা এসময় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত উদ্যোক্তারা।
সভায় বক্তব্যরা বলেন, আমাদের বাংলাদেশ কে বিশ্বের মাঝে পর্যটক শিল্প তুলে ধরতে হবে এবং হবিগঞ্জ জেলায় যে যে স্থান পর্যটক এলাকা রয়েছে সেইগুলা সবারই মাঝে তুলে ধরতে হবে বক্তব্যরা আরও বলেন হবিগঞ্জ জেলায় বিভিন্ন স্থানে খাসিয়া জনগোষ্ঠীরা পান চাষ করে থাকে তাদের পান সহ বিভিন্ন পণ্য ক্রয় করতে আমরা সহযোগী করব।

আপনি আরও পড়তে পারেন