নড়াইলে মুক্তির উৎসব উপলক্ষে ৭ দিনব্যাপী মেলা

নড়াইলে মুক্তির উৎসব উপলক্ষে ৭ দিনব্যাপী মেলা

ফরহাদ খান, নড়াইল

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে মুক্তির উৎসব অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সোমবার (১৪ মার্চ) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে মুক্তির উৎসব অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান জানান, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তির উৎসব, মেলা এবং শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে আগামি ১৭ থেকে ২৩ মার্চ সাতদিনব্যাপী মেলা অনুষ্ঠিত হবে। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে ১০০টি স্টল বসবে। এছাড়া ২১ মার্চ মেলা প্রাঙ্গণ থেকে পাঁচটি সুসজ্জিত গাড়ি নড়াইলের তিন উপজেলা প্রদক্ষিণ করবে।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফকরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাশ্বতী শীল, অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) নড়াইলের উপ-পরিচালক মিজানুর রহমান, চেম্বার অফ কমার্স নড়াইলের সভাপতি হাসানুজ্জামান হাসান, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকুসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

 

আপনি আরও পড়তে পারেন