ডিমলায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

ডিমলায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

মোছাঃ মোহনা আক্তার
ডিমলা, নীলফামারীর (প্রতিনিধি)

নীলফামারী জেলার ডিমলা উপজেলায় আজ ১৭ মার্চ/২২ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র  জন্মবার্ষিকী ও জাতীয় শিশু  দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে৷

বৃহস্পতিবার(১৭-মার্চ/২২) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন’র সভাপতিত্বে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন   (ডোমার-ডিমলা) নীলফামারী-১ আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা মো: আফতাব উদ্দিন সরকার,এ সময় আরো  উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আয়েশা সিদ্দিকা, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান (পুরুষ) শ্রী নিরেন্দ্র নাথ রায়, মোঃআনোয়ারুল হক সরকার মিন্টু সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ডিমলা উপজেলা,উপজেলা (ওসি) মোঃ সিরাজুল ইসলাম, সরকারি/ বেসরকারি বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের কর্মকর্তা/ কর্মচারী, সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

দিবস সমূহের কর্মসূচির মধ্যে সরকারী, আধা-সরকারী, স্বায়ত্তশ্বাসিত এবং বে-সরকারী প্রতিষ্ঠান/স্থাপনাসমূহে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ০৯-টায় উপজেলা বিজয় চত্ত্বরে স্বাস্থ্যবিধি মেনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণসহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

আপনি আরও পড়তে পারেন