ভূঞাপুরে গাঁজা কেনা বেচার দায়ে দুই জনকে কারাদন্ড দিলেন ভ্রাম্যমাণ আদালত

ভূঞাপুরে গাঁজা কেনা বেচার দায়ে দুই জনকে কারাদন্ড দিলেন ভ্রাম্যমাণ আদালত

মোঃ আব্দুর রহীম মিঞা (টাঙ্গাইল) ভূঞাপুর প্রতিনিধিঃ

 

টাঙ্গাইলের ভূঞাপুরে পানের দোকানে গাঁজা কেনা-বেচার সময় দুজনকে গ্রেফতার করে  ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তাদের কাছ থেকে ৪৪ গ্রাম গাঁজা ও নগদ ১২ হাজার ৩৬০ টাকা জব্দ করা হয়। সোমবার (২৮ মার্চ) রাতে ভূঞাপুর পৌর শহরের কাঁচা বাজারের একটি পানের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় গাঁজা ও নগদ টাকাসহ তাদেরকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ মো. আলাউল ইসলাম। এসময় ভূঞাপুর থানার এসআই ফাহিম ফয়সাল সহ পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্ত মাদক কারবারিরা হলেন, ভূঞাপুর পৌর শহরের বীরহাটি গ্রামের হানিফের ছেলে হাসান ও উপজেলার কাগমারী পাড়া গ্রামের খোদা বক্সের ছেলে  আকবর আলী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মোঃ আলাউল ইসলাম জানান, দণ্ডপ্রাপ্ত দুইজন দীর্ঘদিন ধরে পানের দোকানের আড়ালে গাঁজার ব্যবসা করে আসছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে  আকবরের দোকানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়। এসময় তাদের কাছ থেকে গাঁজাসহ ১২ হাজার ৩৬০ টাকা জব্দ করা হয়েছে। মাদকদ্রব্য আইনে তাদেরকে ৬ মাসের কারাদণ্ডসহ ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

 

আপনি আরও পড়তে পারেন