রূপগঞ্জে সড়ক দূর্ঘটনা ও সাপের কামড়ে আহতের দ্রুত চিকিৎসা বিষয়ক সচেতনতামুলক কর্মশালা

রূপগঞ্জে সড়ক দূর্ঘটনা ও সাপের কামড়ে আহতের দ্রুত চিকিৎসা বিষয়ক সচেতনতামুলক কর্মশালা

রূপগঞ্জ প্রতিনিধিঃ- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তাদের আয়োজনে সড়ক দূর্ঘটনা ও সাপের কামড়ে আহত রোগীদের দ্রুত চিকিৎসা প্রদানে সচেতনতামুলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৯ এপ্রিল শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় মিলনায়তনে এ কর্মশালায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আইভী ফেরদৌস। এ সময় কর্মশালায় বক্তব্য রাখেন এমওডিসি ডাক্তার মশিউর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার নাজমুল আহমেদ, রূপগঞ্জ উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহিম,ইউপি সদস্য রমজান আলী মন্ডল, কর্মকর্তা আনোয়ার হোসেন । আরো উপস্থিত ছিলেন স্থানীয় ৪০ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাংবাদিক, মসজিদের ইমামসহ গন্যমান্যরা।
এ সময় সভাপতি তার বক্তব্যে বলেন, দেশে সড়ক দূর্ঘটনা বেড়ে গেছে। পাশাপাশি বনাঞ্চল এমনকি লোকালয়ে সাপের কামড়ের ঘটনাও দেখা যায়৷ তাই এ ধরনের রোগীদের দ্রুত চিকিৎসাদানের জন্য রোগী ও তার স্বজনদের সচেতন হওয়ায় প্রয়োজন।দূর্ঘটনায় আহত হলে ওই আহতের মাত্রা নির্ণয় করে সংশ্লিষ্ট হাসপাতালে দ্রুত পাঠালে রোগী আরোগ্য পাবে। পাশাপাশি সাপে কামড়ালে আতঙ্কিত না হয়ে কি ধরনের সাপে কামড় দিয়েছে তা সনাক্ত করতে পারলে রোগী ভালো চিকিৎসা পাবে। এভাবে জনসচেতনতা তৈরীতে সমাজের সর্বোস্তরে সেবামুলক কার্যকর ভুমিকা গ্রহণ করতে হবে।

আপনি আরও পড়তে পারেন