ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরে নিজেকে নতুন রূপে চিনিয়েছেন হার্দিক পান্ডিয়া। অলরাউন্ড পারফরম্যান্সের সঙ্গে প্রশংসিত হয়েছেন নিজের অধিনায়কত্ব গুণে। আইপিএলে প্রথমবার খেলতে আসা গুজরাট টাইটান্সের দায়িত্ব নিয়েই শিরোপা পাইয়ে দিয়েছেন হার্দিক। তাতে নিজের অর্জনের ঝাঁপিটাও ফুলে-ফেঁপে উঠেছে। দলকে আইপিএল জেতানো হার্দিক এবার ভারতের হয়ে বিশ্বকাপ জিততে চান।
রোববার মেগা ফাইনালে রাজস্থান রয়্যালকে ৭ উইকেটে হারিয়ে হার্দিক বলছিলেন, ‘আমার লক্ষ্য ভারতের হয়ে বিশ্বকাপ জেতা, যেভাবেই হোক। এজন্য আমার যা করা প্রয়োজন সব করতে রাজি আছি। সবসময়ই আমি নিজের দলকে এগিয়ে রাখতে বিশ্বাসী। আমার জন্য লক্ষ্য তাই সাধারণ, দল যেনো আমার পুরোটা পায়।’
ইনজুরি কাটিয়ে ফিরে দীর্ঘদিন বল করেননি। গত আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে খেলেছেন বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে। ধারণা করা হয়, এজন্যই তাকে এবার ধরে রাখেনি মুম্বাই, জাতীয় দলেও জায়গা নড়বড়ে। কিন্তু হার্দিক স্পষ্ট বুঝিয়ে দিলেন, বোলিংটা একেবারে ভুলে যাননি তিনি।
হার্দিক বলেন, ‘আমি সেরাটার জন্য নিজেকে তৈরি করছিলাম। এটার জন্য (বোলিংয়ের জন্য) কঠোর পরিশ্রম করেছি। আমি দেখাতে চাইছিলাম যে কিসের জন্য আমি কঠোর পরিশ্রম করেছি। আজকের জন্য নিজের সেরাটা তুলে রেখেছিলাম।’
ফাইনালে আগে ব্যাট করা রাজস্থানকে ১৩০ রানে আটকে রাখতে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন হার্দিক। ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৩ উইকেট নেন। নিজের দ্বিতীয় বলেই আউট করেন অধিনায়ক সাঞ্জু স্যামসনকে। এরপর এবারের আইপিএলের ওরেঞ্জ ক্যাপজয়ী জস বাটলার এবং পরে রাজস্থানের পাওয়ার হিটার শিমরন হেটমায়ারকে আউট করেন হার্দিক। ব্যাট হাতে ৩০ বলে ৩৪ রানের গুরত্বপূর্ণ ইনিংস খেলে ম্যাচ সেররা পুরস্কার হাতে তোলেন।
তবে হার্দিক জানালেন, ব্যক্তিগত পারফরম্যান্স থেকে তার কাছে দলের জয় বেশি গুরুত্বপূর্ণ। হার্দিক বললেন, ‘আমি ১৬০-১৭০ স্ট্রাইক রেটে ব্যাটিংয়ের থেকে যে কোনো দিন ট্রফি বেছে নেব। যে দলের হয়ে খেলি না কেন, সেই দলই আমার কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হয়। আমি বরাবরই সেরকম ধরনের মানুষ। বাইরের আওয়াজ আমায় ছিঁটেফোটা বিব্রত করতে পারে না।’