দোহারে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেলো স্কুল ছাত্রী

দোহারে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেলো স্কুল ছাত্রী
ঢাকার দোহারে বাল্যবিবাহ থেকে রক্ষা পেলো জয়পাড়া বেগম আয়েশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর স্কুল ছাত্রী তানজিলা।
শুক্রবার (৩ জুন) দুপুরে উপজেলার চর জয়পাড়া এলাকায় বাল্য বিবাহ সংঘটিত হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মো. ছিদ্দিকুর রহমানের বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বি। দোহার থানা পুলিশের সহযোগিতায় কণের মা রেহেনা আক্তার (৩৫) এবং মামা  মো. জুলাহাস (৪০) কে আটক করা হয়।
এবিষয়ে ভ্রাম্যমাণ আদালতে ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বি জানান, যে মেয়েটিকে বাল্যবিবাহ দেয়া হচ্ছিল তার বয়স জন্ম নিবন্ধন অনুযায়ী ১৪ বছর এবং জয়পাড়া বেগম আয়েশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্রী। বাল্যবিবাহ আইনত দণ্ডনীয় অপরাধ। তাই ১৮ বছর পূর্ণ হওয়ার আগ পর্যন্ত বিবাহ দিবেনা এই মর্মে মুচলেকা নিয়ে মেয়ের মা ও মামা কে ছেড়ে দেয়া হয়েছে।

আপনি আরও পড়তে পারেন