দোহারে প্রশাসনকে ফাঁকি দিয়ে তৈরি হচ্ছে চায়না দোয়াইর

দোহারে প্রশাসনকে ফাঁকি দিয়ে তৈরি হচ্ছে চায়না দোয়াইর
সাইফুল ইসলাম,দোহার-নবাবগঞ্জঃ
চায়না দোয়াইর। যা ব্যবহার করে মাছ শিকারের কারনে দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের মৎস সম্পদ। কারেন্ট জালের মতোই চায়না দোয়াইর দিয়ে মাছ শিকার করা নিষিদ্ধ। সারাদেশে চায়না দোয়াইর তৈরি কারখানায় প্রশাসনের  ধারাবাহিক  অভিযানের পরও গোপনে বিভিন্ন জায়গায় অসাধু সিন্ডিকেট তৈরি করছে চায়না দোয়াইর।
তেমনি ভাবে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ঢাকার দোহার উপজেলায় তৈরি হচ্ছে চায়না দোয়াইর। উপজেলার কুসুমহাটি ইউনিয়নের কার্তিকপুর স্বস্থ্যকেন্দ্রের অপরসাইটে পরিত্যাক্ত মুরগির খামারের ভিতরে  গোপনে গড়ে উঠেছে এই চায়না দোয়াইর কারখানা।
দোহারে প্রশাসনের ধারাবাহিক অভিযানের পরও থামানো যাচ্ছে না এই নিষিদ্ধ চায়না দোয়াইর তৈরি।
স্থানীয়দের মাধ্যমে খোঁজ নিয়ে জানা যায়, মুক্তার হোসেন নামে উপজেলার জয়পাড়া বাজারের ব্যবসায়ী গোপনে এই চায়না দোয়াইর তৈরি করে আসছেন।
চায়না দোয়াইর কারখানার মালিক মুক্তার হোসেনের সাথে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে দোহার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি মুস্তাফিজুর রহমান বলেন, অতি দ্রুত মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ কারখানাটিতে অভিযান পরিচালনা করা হবে।

আপনি আরও পড়তে পারেন