বাইল্যাছড়িতে গুলি ২ টি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা সম্প্রীতি বিনষ্টের অভিযোগ

বাইল্যাছড়িতে গুলি ২ টি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা সম্প্রীতি বিনষ্টের অভিযোগ

এম দুলাল আহাম্মদ,খাগড়াছড়ি:-

খাগড়াছড়ি জেলার ৫ উপজেলায় আঞ্চলিক সশস্ত্র সংঘঠন ইউপিডিএফের ডাকা আধাবেলা সড়ক অবরোধের শেষ হয়েছে দুপুর ১২ টায়। আইনশৃঙ্খলা বাহীনির তৎপরতায় মাঠে দাড়াতে পারেনি তারা। তার জেরে ৪ সেপ্টেম্বর বিকাল ৫ টায় গুইমারার বাইল্যাছড়ি স্কুল পাড়ায় মোটরসাইকেলকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে  ২ টি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। মোটরসাইকেলের ২ টির মালিক মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকার আনোয়ার হোসেন , গুইমারা উপজেলার বুদং পাড়ার আরিফুল ইসলাম বলে জানা গেছে।
জানাযায়,বিকাল ৫ টায় বাইল্যাছড়ি স্কুল পাড়ায় ১৫/১৬  জন দূর্বৃত্ত এসে ৫ রাউন্ড গুলি করে এবং ২ টি মোটরসাইকেলে আগুন ধরিয় দিয়ে সটকে পড়ে। খবর পেয়ে  নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ইউপিডিএফের সংগঠক অংথোই মারমা ওরফে আগুন প্রতিপক্ষের হামলায় হত্যাকান্ডের শিকার হওয়ায় ক্ষুদ্ধ ইউপিডিএফের কর্মীরা একের পর এক বাঙালীদের গাড়ী ভাংচুর ও অগ্নিসংযোগ করার অভিযোগ করছে ক্ষতিগ্রস্তরা। তারা পাহাড়ি-বাঙালীদের মধ্যে সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা করছে বলে দাবী করেন,পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতৃবৃন্দ।

 

আপনি আরও পড়তে পারেন