কিশোরগঞ্জের হোসেনপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত।

কিশোরগঞ্জের হোসেনপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত।
মাহফুজ হাসান,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
“শিক্ষকদের দিয়েই শিক্ষার রূপান্তর শুরু”এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে  বুধবার (০৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে রেলি শেষে
আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন – হোসেনপুর থানা ওসি তদন্ত আসাদুজ্জামান টিটু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আশরাফ হোসেন কবির, পৌর আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোবারিছ,  অধ্যক্ষ মুসলেহ উদ্দিন খান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ ,উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মনজুর আহমেদ, সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান, প্রধান শিক্ষক আফাজুর রহমান, অধ্যাক্ষ
এ কে এম আবু রায়হান  পুমদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল কাইয়ুম প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক ,জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনি আরও পড়তে পারেন