গাধা জল ঘোলা করে খেয়েছে, নির্বাচনে গেছে পরে বিএনপিঃ তথ্যমন্ত্রী

গাধা জল ঘোলা করে খেয়েছে, নির্বাচনে গেছে পরে বিএনপিঃ তথ্যমন্ত্রী

বিএনপির অনেক নেতা নির্বাচনে যেতে উদগ্রীব হয়ে আছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (০৬ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

‘শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন নয়’ -মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, গাধা জল ঘোলা করে খায়। গতবারও খেয়েছিল (২০১৮ সাল)। নির্বাচনের বহু আগে থেকে নির্বাচনে যাবো না, সরকারে অধীনে নির্বাচনে যাবো না বলে এসেছিল; পরে গাধা জল ঘোলা করে খেয়েছে, নির্বাচনে গেছে। এবারও ওনারা বলছেন যাবেন না। বিএনপির অনেক নেতাকে আমি জানি-শুনি তারা নির্বাচনে যেতে উদগ্রীব হয়ে আছেন।

মির্জা ফখরুল যাই বলুক, বিএনপি নেতারা নির্বাচনে যেতে উদগ্রীব হয়েই বসে আছেন বলেও জানান তিনি।

খালেদা জিয়ার ইস্যুতে তথ্যমন্ত্রীর বলেন, খালেদা জিয়া প্রধানমন্ত্রীর বদান্যতায় জেলখানার বাইরে রয়েছেন। এ ধরনের ঘটনা আমাদের দেশের ইতিহাসে বিরল। কিন্তু কেউ যদি এই বদান্যতার মূল্য না বোঝে, প্রধানমন্ত্রীকে নিয়ে অশোভন-অশালীন বক্তব্য রাখেন এবং এটা দুর্বলতা মনে করেন সেক্ষেত্রে বদান্যতা দেখানোর প্রয়োজন আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না।

বিএনপি বিশৃঙ্খলা তৈরি করছে উল্লেখ করে তিনি বলেন, গতকাল বরিশালেও তারা বিশৃঙ্খলা তৈরি করেছে। যুবলীগের ওপর হামলা করেছে, দেশের অন্যান্য জায়গাতেও তারা এ চেষ্টা করছে। সে প্রেক্ষাপটে তো সরকার বসে থাকতে পারে না। সরকারের দায়িত্ব তো জন জীবনে শান্তি স্থিতিশীলতা স্থাপন করা।

‘কারও জেলের বাইরে থাকার সুবাদে তার পরামর্শ নিয়ে যখন দেশ অস্থিতিশীল করার চেষ্টা হয় তখন তো কারও প্রতি বদান্যতা দেখানোর প্রয়োজন আছে বলে আমি মনে করি না’ -বলেন ড. হাছান মাহমুদ।

 

আপনি আরও পড়তে পারেন