নওগাঁয় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত

নওগাঁয় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত

বিকাশ চন্দ্র প্রামানিক, নিজস্ব প্রতিনিধি: নওগাঁ জেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস’২০২২ পালিত হয়েছে। দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে সকাল সাড়ে ৮টায় দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় চত্বরে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে কর্মসূচী শুরু হয়। জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান জাতীয় পতাকা এবং দুদকের উপ-পরিচালক মোহাম্মদ মাহমুদুর রহমান দুদকের পতাকা উত্তোলন করেন।

পরে সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসকের অফিসের সামনে মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়। এ কর্মসূচীতে জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তর, বেসরকারী উন্নয়ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে। এ সময় জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান ও অতিরিক্ত পুলিশ সুপার মো: গাজিউর রহমান বক্তব্য রাখেন। পরে জেলা প্রশাসকের সভকক্ষে “দূর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব” প্রতিপাদ্য বিষয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শক্তিপদ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান এবং বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মো: গাজিউর রহমান ও দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ মাহমুদুর রহমান।

দূর্নীতি দমন কমিশন আয়োজিত আলোচনাসভায়  অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন   স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার রায়, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান খান,  নওগাঁ জেলা প্রেসক্লাবের সভপতি মো: কায়েস উদ্দিন এবং এনজিও প্রতিনিধি খন্দকার আব্দুর রউফ পাভেল।  এ সময় সরকারী, আধা সরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানসমূহের প্রধানগণ, সাংবাদিকবৃন্দ এবং জেলা দূর্নীতি প্রতিরোধ কমাটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অপরদিকে জেলার রাণীনগর দিবসটি উপলক্ষে র‌্যালি শেষে পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ মোফাখ্খর হোসেন খান, সাধারণ সম্পাদক এ.কে আকরাম হোসেন, সদর ইউপি চেয়ারম্যান চন্দনা শারমিন রুমকি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্যান্য সদস্যরা।

আত্রাই উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে ইউএনও ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, উপজেলা আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সম্পাদক আক্কাছ আলী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এএফএম মুনসুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, আত্রাই প্রেসক্লাব সভাপতি তপন কুমার সরকার, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলু প্রমুখ।

সাপাহারে বর্ণাঢ্য র‌্যালি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে জিরো পয়েন্ট মুক্তমঞ্জের সামনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুজ্জামান, চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ¦ আব্দুল জলিল, কমিটির সাধারণ সম্পাদক আবসর প্রাপ্ত শিক্ষক অধির চৌধুরী, অ: প্রা: শিক্ষক ইসমাইল হোসেন, সদর ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম, জেলা পরিষদের সদস্য ইসফাত জেরিন মিনা, ডা: খায়রুল আলম প্রমূখ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও সততা সংঘের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আপনি আরও পড়তে পারেন