নবাবগঞ্জে স্বাস্থ্য বিভাগের মতবিনিময়

নবাবগঞ্জে স্বাস্থ্য বিভাগের মতবিনিময়
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক, নার্স, কর্মচারী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেছেন পরিচালক (হাসপাতাল) ও অতিরিক্ত সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নাজমুল হক খান।
শনিবার দুপুর ২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে এ সভা করা হয়।
নাজমুল হক খান সভায় চিকিৎসার মান উন্নয়নে সকলের মতামত গ্রহন করেন। সেই সাথে হাসপাতালের সেবার মান উন্নয়নে তাগিদ দেন।
তিনি বলেন, করোনার নতুন ধরন বিশ্বের কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে। অতংকিত নয় সচেতন থাকুন, স্বাস্থ্য বিধি মেনে চলুন। অন্যকেও সচেতন হওয়ার আহ্বান জানান।
বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কালীপদ হালদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শহীদুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. হরগোবিন্দ সরকার অনুপ, ডা. মেজবাহ উদ্দিন, ডা. মেজবাহ আহমেদ, সাংবাদিক খালিদ হোসেন সুমন, সিস্টার রোকেয়া সুলতানা প্রমুখ।
পরে তিনি এ উপজেলায় করোনা টিকার ৪র্থ ডোজ প্রদান উদ্বোধন করেন।

আপনি আরও পড়তে পারেন