মেলবোর্ন টেস্টে ইনিংস হারের শঙ্কায় রয়েছে দক্ষিণ আফ্রিকা

মেলবোর্ন টেস্টে ইনিংস হারের শঙ্কায় রয়েছে দক্ষিণ আফ্রিকা

ওয়ার্নারের ডাবলের পর ক্যারের সেঞ্চুরি, বড় হারের শঙ্কায় প্রোটিয়ারা। অস্ট্রেলিয়ার রানপাহাড়ে চাপা পড়া প্রোটিয়ারা দ্বিতীয় ইনিংসে তুলেছে ১ উইকেটে ১৫ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে।

দক্ষিণ আফ্রিকা পিছিয়ে ৩৭১ রানের বড় ব্যবধানে। হাতে আছে ৯ উইকেট। এই টেস্টে ইনিংস হার এড়িয়ে অস্ট্রেলিয়ার সামনে জয়ের লক্ষ্য ছুড়ে দেওয়া ভীষণ কঠিন হবে সফরকারিদের।

আগের দিনই রেকর্ডগড়া এক ডাবল সেঞ্চুরি হাঁকান শততম টেস্ট খেলতে নামা ডেভিড ওয়ার্নার। ডাবল উদযাপন করতে গিয়ে কাঁধে টান পড়ে তার। আহত হয়ে মাঠ ছাড়ার পর দ্বিতীয়বার আর ব্যাটিংয়ে নামতে পারেননি।

তবে দলকে পাহাড়সম সংগ্রহ গড়ে দেওয়ার দায়িত্ব এরপর ভালোভাবেই পালন করেছেন অ্যালেক্স ক্যারে। উইকেটরক্ষক এই ব্যাটার ১৪৯ বলে ১৩ বাউন্ডারিতে খেলেন ১১১ রানের ইনিংস। ৮ উইকেটে ৫৭৫ রান তুলে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া।

জবাবে শেষ বিকেলে ব্যাট করতে নেমে শূন্য রানেই অধিনায়ক ডিন এলগারকে হারায় দক্ষিণ আফ্রিকা। ৭ ওভারে বিনা উইকেটে ১৫ রান তুলে দিন শেষ করেছে তারা। সারেল এরউই ৭ আর থিউনিস ডি ব্রুইন ৬ রানে অপরাজিত আছেন।

 

আপনি আরও পড়তে পারেন