সৃজিতের কোলে মিথিলা, জন্মদিনে কী উপহার দিলেন?

ভারতীয় নির্মাতা সৃজিত মুখার্জি ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সংসার ভেঙে যাচ্ছে! কলকাতার গণমাধ্যমে এমন খবর ফলাও করে প্রকাশ হওয়ার পর বেশ কিছু দিন ব্যক্তিগত সম্পর্ক নিয়েই চর্চায় ছিলেন তারা।

তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে স্বামীর জন্মদিনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মিথিলা। সৃজিত মুখার্জির ৪৭তম জন্মদিনে স্বামীর ছায়াসঙ্গী হয়ে ছিলেন তিনি। ২০১৯ সালের ডিসেম্বরে বিয়ে করেন সৃজিত মুখার্জি ও রাফিয়াত রাশিদ মিথিলা।

এদিকে শনিবার সৃজিতের জন্মদিন উপলক্ষ্যে আয়োজন করা হয়েছিল ‘দশম অবতার’-এর ট্রেলারের স্পেশ্যাল প্রিভিউর সঙ্গে জন্মদিনের জমজমাট পার্টি।

সেখানে হাজির হন টালিপাড়ার রথী-মহারথীরা। এদিন এক ছাদের নিচে পাওয়া দেখা গেছে জয়া আহসান ও মিথিলাকে। তবে পার্টির সব লাইম লাইট কেড়ে নিয়েছিল সৃজিত-মিথিলা জুটি।

পার্টিতে এ যুগলের পোশাকেও ছিল রঙ মিলান্তি। তবে এটা প্ল্যান করে নয়, ‘মাঝে মাঝে হয়ে যায়’—বললেন মিথিলা।

এই বিশেষ দিনে সৃজিতকে কী উপহার দিলেন স্ত্রী? এ অভিনেত্রী বলেন, ‘ওর গিফট পাওয়া ঢাকা থেকে শুরু হয়েছে।’

‘গত এক সপ্তাহ ঢাকায় ছিল, প্রচুর খাওয়া-দাওয়া হয়েছে, উপহারও পেয়েছে। এখন আর সারপ্রাইজের কিছু নেই, গিফটও দিয়েছি। আজ যে পাঞ্জাবিটা পরেছে সেটিও আমি দিয়েছি। আর এই যে আমি এসেছি, সেটাই তো ওর কাছে বড় গিফট’।

জন্মদিনে স্বামীর জন্য বিশেষ কিছু রান্না করেননি মিথিলা। কারণ বাংলাদেশে সৃজিতকে প্রচুর কিছু খাইয়েছেন বলেও জানান তিনি।

 

আপনি আরও পড়তে পারেন