আজ বাংলাদেশের ম্যাচে বৃষ্টির সম্ভাবনা কতটা?

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচ। নিজেদের যাচাই করে নেওয়ার শেষ সুযোগ। ভারতের তিন ভেন্যুতে এমন এক পরিবেশে চলছে ক্রিকেট বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ। তবে এমন গুরুত্বপূর্ণ সময়েও নেই স্বস্তি। বিশ্বকাপের আগে দলগুলোর প্রস্তুতিতেও বাধ সাধছে বেরসিক বৃষ্টি!

ইতোমধ্যে ৫ ম্যাচের মধ্যে ৩ ম্যাচেই হানা দিয়েছে বৃষ্টি, ফলে পরিত্যাক্ত হয়েছে ম্যাচগুলো। তাই মূল খেলা শুরু হওয়ার আগে দলগুলো নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগও পাচ্ছে কম। এমনকি আজকের বাংলাদেশ ম্যাচের আগেও আছে বৃষ্টির শঙ্কা। গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি হওয়ার কথা থাকলেও আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ম্যাচের দিন প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আগামী দুই সপ্তাহ গুয়াহাটিতে বৃষ্টির সম্ভাবনা আছে। আজ ২৫-৩৩ ডিগ্রি তাপমাত্রা থাকার কথা। তবে খেলোয়াড়দের এটি অনুভব হবে ৩৯ ডিগ্রির মতো। এই তাপমাত্রার মধ্যেও আবহাওয়ার পূর্বাভাস বলছে, আকাশ মেঘলা থাকবে। বজ্রপাতের সঙ্গে ভারি বৃষ্টিপাতের আশঙ্কা আছে।

আবহাওয়া বিষয়ক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এদিন ৮৭ শতাংশ বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া ৫২ শতাংশ সম্ভাবনা আছে বজ্রপাতসহ বৃষ্টিপাতের। যদি তাই হয়, তবে ভেস্তে যেতে পারে বাংলাদেশ-ইংল্যান্ড দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। আর এ ম্যাচ পরিত্যাক্ত হলে কোনো প্রকার প্রস্তুতি ছাড়াই বিশ্বকাপ মিশনে নামতে হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ান ইংল্যান্ডকে।

এর আগে একই ভেন্যুতে বৃষ্টি বাধায় ভারতের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচটি ভেস্তে যায়। কোনো প্রকার প্রস্তুতি ছাড়াই যদি ইংল্যান্ডকে বিশ্বকাপের মূল খেলায় নামতে হয়, তবে সেটা হতে যাচ্ছে উপমহাদেশীয় কন্ডিশনে তাদের জন্য বিরাট এক চ্যালেঞ্জ।

উল্লেখ্য, আগামী ৫ অক্টোবর আহমেদাবাদে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের বিশ্বকাপ। ভারতের ১০ রাজ্যের ১০ স্টেডিয়ামে ৪৬ দিন ব্যাপী অনুষ্ঠিত হবে ক্রিকেটের এ মহাযজ্ঞ। ৪৮ ম্যাচের এ আসরের পর্দা নামবে আগামী ১৯ নভেম্বর

আপনি আরও পড়তে পারেন