বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শুরু

বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শুরু

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শুরু হয়েছে।

রোববার (১৯ নভেম্বর) সকাল ৬টা থেকে সারাদেশে এ হরতাল শুরু হয়। আর হরতালের শুরুতে রাজধানীতে ঝটিকা মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দল।

সকালে হরতালের সমর্থনে রাজধানীর গ্রিনরোডে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের নেতৃত্বে একটি মিছিল হয়।

মিছিলে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রফিকুল ইসলাম রফিক, কামরুজ্জামান বিপ্লব, সহ সভাপতি সরদার মো. নুরুজ্জামান, ড. মফিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক কাজী মোক্তার হোসেন, জেড আই কামাল, আলাউদ্দিন জুয়েল, সহ সাধারণ সম্পাদক মোর্শেদ আলাম, আসাদুজ্জামান আসাদ, আবু মাসুম ভুঁইয়া, সহ সাংগঠনিক সম্পাদক শাহ আলম টিপু, সমাজসেবা সম্পাদক মামুন হাশেমী দীপু, সহ সমাজসেবা সম্পাদক পলাশ, সহ কৃষি বিষয়ক সম্পাদক ইমদাদুল হক মজুমদার, সহ আপ্যায়ন সম্পাদক সাইদুজ্জামান পাশা প্রমুখ।

 

আপনি আরও পড়তে পারেন