নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
মঙ্গলবার সূর্যোদয়ের আগে ৩১ বার তুপোধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধু ম্যুরালে পুস্পার্ঘ্য অপর্ণ করেন স্থানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদ, থানা পুলিশ, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, নবাবগঞ্জ প্রেসক্লাব, উপজেলা সাব-রেজিষ্টার অফিস, এনজিও প্রতিষ্ঠানসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
বেলা ১২টায় সরকারি নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শিক্ষার্থীদের কুচকাওয়াজ প্রদর্শিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা, ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শেখ আনারকলি পুতুল, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু।
উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহ আবু বক্কর সিদ্দিক আবু, দোহার সার্কেলের সিনিয়র এএসপি আশরাফুল আলম, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেম হোসেন, নবাবগঞ্জ থানার ওসি মো. শাহ্ জালাল, নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. ইব্রাহীম খলিল প্রমূখ।