ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণির সঙ্গে খুবই ভালো সম্পর্ক এক পরিচালকের। বিভিন্ন সময়েই এই নায়িকার পাশে সরব উপস্থিতি দেখা মিলেছে তার। তবে হঠাৎ করেই তাদের সম্পর্কে ভাঙনের দেখা দিয়েছে। এর কারণটা অবশ্য পরীমণি ও চিত্রনায়িকা শবনম বুবলীর দ্বন্দ্ব। সম্প্রতি সময়ে এই দুই নায়িকার সম্পর্কের কোন্দলের বিষয়টি প্রকাশ্যে এসেছে ভক্তদের সামনে। দুজনেই একে অপরকে আক্রমণ করে কথা বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরই মধ্যে মঙ্গলবার দুপুরে ফেসবুকে একটি রহস্যময় স্ট্যাটাস দেন পরীমণি। যেখানে তিনি বলেন, ‘যে বা যারা আমার শক্রর সঙ্গে বন্ধুত্ব করে, আজ থেকে কোনো দিন আমি তাদের মুখও দেখতে চাই না।…
বিস্তারিতDay: March 27, 2024
খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ল
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (২৭ মার্চ) রাষ্ট্রপতির আদেশে এ প্রজ্ঞাপন জারি করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের উপ-সচিব মোহাম্মদ আবু সাঈদ মোল্লা প্রজ্ঞাপনে সই করেন। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের নির্বাহী আদেশে আগের মতো দুই শর্তে খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হয়েছে। ২৫ মার্চ থেকে এ আদেশ কার্যকর হবে। আগামী ৬ মাস তিনি নিজ বাসায় থেকে চিকিৎসা সেবা গ্রহণ করবেন এবং চিকিৎসার জন্য বিদেশ যেতে পারবেন না বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
বিস্তারিতনবাবগঞ্জে বঙ্গবন্ধু ম্যুরালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু ম্যুরালে পুস্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। মঙ্গলবার (২৬ মার্চ) বেলা ১২টায় উপজেলা পরিষদ চত্তরে এসে তারা এ শ্রদ্ধা জানান। উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য কমরেড করম আলী, পার্টির ঢাকা জেলার সভাপতি কমরেড আব্দুল বারেক, সদস্য কমরেড আবু সাইদসহ কমরেড পীরজাদা আসাদুল্লাহ, কমরেড জাকির হোসেন, কমরেড অভিমন্য সরকার, কমরেড সকিল উদ্দিন মেম্বার প্রমুখ।
বিস্তারিত