রাম চরণকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন কিয়ারা

রাম চরণকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন কিয়ারা

গতকাল বুধবার(২৭ মার্চ) এক বিশেষ দিন ছিল ভারতের দক্ষিণী অভিনেতা রাম চরণের জীবনে। এদিন তার বয়সের কোঠায় আরও এক যোগ হয়েছে। বিশেষ এ দিনে অভিনেতাকে শুভেচ্ছা জানিয়েছেন সহকর্মী থেকে শুরু করে ভক্তরাও। এ তালিকা থেকে বাদ যায়নি অভিনেত্রী কিয়ারা আদভানি। বিশেষভাবে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বলিউড এ অভিনেত্রী। যা নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে আলোচনা।

সম্প্রতি প্রকাশিত গান ‘জারাগান্ডি’ থেকে একটি ছবি শেয়ার করে কিয়ারা আদভানি লিখেছেন, শুভ জন্মদিন আমার প্রিয়তম আরসি। এখানে আমাদের মেগা বিস্ফোরণ.. উদযাপন শুরু হোক।

আসছে রাম চরণের নতুন সিনেমা গেম চেঞ্জার। অভিনেতার জন্মদিনে সিনেমার ‘জারাগান্ডি’ নামের প্রথম গান প্রকাশ করেছেন নির্মাতারা। দালের মেহেন্দির গাওয়া এই গানে রাম চরণ এবং কিয়ারা আদভানিকে একদম অন্যরকম লুকে দেখতে পাওয়া যাচ্ছে। রঙিন পোশাকে সেজে তাদের প্রাণবন্ত ছন্দ শ্রোতাদের মুগ্ধ করেছে।

ভারতীয় গণমাধ্যম জিনিউজের খবরে বলা হয়, এ বছরের সেপ্টেম্বরে সিনেমাটি মুক্তি পেতে পারে। আশা করা যাচ্ছে এস শঙ্কর পরিচালিত, রাম চরণ ও কিয়ারা আদভানি অভিনীত এই সিনেমা শীঘ্রই দর্শকরা হলে দেখতে পাবেন।

 

আপনি আরও পড়তে পারেন