ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষ চলছে। সোমবার (১৫ জুলাই) দুপুর দুইটার পর থেকে দুই পক্ষের মুখোমুখি অবস্থানে ক্যাম্পাস উত্তপ্ত হয়ে ওঠে। পরবর্তীতে তা সংঘর্ষে রূপ নেয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবেদকরা জানিয়েছেন, বিজয় একাত্তর হলে প্রথমে মারামারি হয়। সেই রেশ ছড়িয়ে পড়ে আশপাশে। শেষ খবর পাওয়া পর্যন্ত দুই পক্ষ পরস্পরকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়ছে। লাঠিসোটা নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়েছেন।
সংঘর্ষে দুই পক্ষের অনেকে আহত হয়েছেন।