বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এ সময় বিজয় উল্লাস করতে দলে দলে নেমে আসে দেশের সকল পেশার সাধারণ মানুষ।
ছাত্রদের সঙ্গে সংহতি প্রকাশ করেছিলেন দেশের তারকা থেকে শুরু করে সাধারণ জনগণ। এদিকে হাসিনা দেশ ছেড়ে পালানোর পরে
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট করেছেন চিত্রনায়ক শাকিব খান।
তিনি এক কার্ড শেয়ার করে লিখেছেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত সবার চাওয়া পূরণ হয়েছে। জয় পেয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। কিন্তু এই জয়ের আনন্দ যেন আমাদের দেশের প্রতি, দেশের মানুষের প্রতি ভালোবাসা আর দায়বদ্ধতা স্লান করে না দেয়।’
এ অভিনেতা আরও লিখেছেন, এই মুহূর্তে আমাদের সবার আরও বেশি সহানুভূতিশীল হতে হবে। মনে রাখতে হবে সবার আগে দেশ, দেশের মানুষ দেশের ভাবমূর্তি এবং দেশের সম্পদ।
কার্ডের শেষাংশে শাকিবের ভাষ্য, ‘জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষ যেন নিরাপদে থাকে এবং দেশের সম্পদ সুরক্ষিত থাকে – আসুন আমরা সেই চেষ্টা চালিয়ে যাই। এটা আমাদের নৈতিক, সামাজিক এবং রাষ্ট্রীয় দায়িত্ব।’
রাসেল আহমেদ রাজু নামে একজন কমেন্ট বক্সে লিখেছেন, ‘ধন্যবাদ শাকিব ভাই শাকিব খান আমরা আপনার কথার সাথে একমত আপনি ঠিক কথা বলেছেন।’
ফয়সাল নামে একজন সমালোচনা করে লিখেছেন, ‘দেশে যাই হোক না কেন এই ব্যক্তি সবসময় সেভ জোনে থাকে। আসলে তিনি এদেশের মানুষের পালস বুঝে গেছেন। তিনি ঠিক আছেন কখন নীরব থাকতে হবে কখন ২ নৌকায় পা দিতে হবে। যাইহোক আমরা সবাই মিলেমিশে গড়বো নতুন বাংলাদেশ।’