দুই সিটি মেয়রসহ অধিকাংশ কাউন্সিলর লাপাত্তা

রাজধানীর ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আতিকুল ইসলাম ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, প্যানেল মেয়রসহ অধিকাংশ কাউন্সিলরা লাপাত্তা হয়েছে গেছেন।

জানা গেছে, দুই সিটির ১৭২ জন কাউন্সিলরের মধ্যে ১৮ জন বিএনপিপন্থী। ওই ১৮ জন ছাড়া অন্যরা অফিস করছেন না। তারা সবাই আওয়ামী লীগ সমর্থক। এমনকি তারা কোথায় তা জানেন না খোদ সিটি করপোরেশনের কর্মকর্তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) একাধিক কর্মকর্তা জানান, দুই মেয়র দেশের বাইরে পালিয়ে গেছেন। আর ফিরবেন বলে মনে হচ্ছে না।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম বলেন, মেয়র অফিসে আসছেন না। তবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ হয়েছে। আর্থিক ক্ষমতা তার হাতে। এ জন্য ক্ষতিগ্রস্ত সড়ক, ফুটপাত, সড়ক বাতি ও সড়ক বিভাজক এবং অন্যান্য কার্যক্রম গ্রহণ করা সম্ভব হচ্ছে না।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, মেয়র কোথায় আছেন জানি না। তিনি কোনো যোগাযোগ রাখছেন না।

 

 

আপনি আরও পড়তে পারেন