দোহারের শিক্ষার্থীদের তোপের মুখে প্রধান শিক্ষকের পদত্যাগ

দোহারের শিক্ষার্থীদের তোপের মুখে প্রধান শিক্ষকের পদত্যাগ
নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকার দোহারের জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আব্দুল খালেকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগে শিক্ষক ও শিক্ষার্থীরা তার পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে।.
এসময় শিক্ষক শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করেছেন প্রধান শিক্ষক এস,এম আব্দুল খালেক। রোববার সকালে শিক্ষার্থীদের উপস্থিতিতে পদত্যাগে বাধ্য হন তিনি। সরজমিনে গিয়ে জানা যায়, রোববার সকাল থেকে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। পরে আরও বেশ কয়েকটি মিছিল নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করে ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এসময় প্রধান শিক্ষকের নানা অনিয়ম ও অসদাচরনের বিষয় তুলে ধরেন। প্রায় দুই ঘন্টা অবরুদ্ধ থেকে পদত্যাগ করেন আব্দুল খালেক।
পরে উপজেলা সহকারি (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন খান ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। প্রধান শিক্ষকের পর আনন্দ মিছিল করেন শিক্ষার্থীরা। এবিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক আব্দুল খালেকের কোন বক্তব্য পাওয়া যায়নি।

আপনি আরও পড়তে পারেন