আওয়ামীলীগ জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া ও তাঁর ছোট ভাই ঢাকা জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুনের বাড়িতে হামলা ও ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
তাদের পৈত্রিক বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর ইউনিয়নের কোমরগঞ্জ গ্রামে। তারা দুজন একই বাড়ির ভিন্ন ঘরে থাকেন।
একদল দুর্বৃত্ত এ হামলা করে। এসময় বাতেন মিয়া ও তাঁর ভাইয়ের পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না।
আব্দুল বাতেন মিয়ার স্বজন ও প্রতিবেশীরা জানায়, সন্ধ্যায় একদল বহিরাগত ও স্থানীয় কিছু দুর্বৃত্ত হঠাৎ বাড়িতে হামলা করে। এসময় তাঁরা বাড়ির মূল্যবান আসবাপত্রসহ দরজা জানালাও ভাংচুর করে।
স্বজন বলেন, শুধু রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে তাঁদের বাড়িতে হামলা করেছে। এসময় বাড়ির বিভিন্ন দামি আসবাপত্র ও মালামাল লুট করে নিয়ে যায়।
রাতে আব্দুল বাতেন মিয়ার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তাঁর ফোনটি বন্ধ পাওযা যায়।