ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের ফুলতলা এলাকায় মোটর সাইকেলের ধাক্কায় তাসলিমা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন।
বুধবার (২১ আগষ্ট) বিকেলে এ সড়ক দূর্ঘটনা ঘটে। নিহত তাসলিমা মুকসুদপুর ইউনিয়নের ঢালারপাড় এলাকার মৃত আব্দুল আজিজের স্ত্রী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলের দিকে ফুলতলা এলাকায় রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটর সাইকেল সাথে ধাক্কা লাগে তাছলিমা বেগমের। পরে মোটর সাইকেলের ধাক্কা খেয়ে রাস্তায় ছিটকে পড়েন তাসলিমা বেগম। এ সময় স্থানীয়রা তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ফুলতলা পুলিশ ফাঁড়ির এসআই মো. জসিম উদ্দিন বলেন, ঘটনার পর মোটর সাইকেল নিয়ে আরোহী পালিয়ে যায়। এ বিষয়ে নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া নিহতের মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।