ফেনীতে পাঠানো হয়েছে সেনা-নৌর ২৩১ সদস্য, ৪৮টি উদ্ধারকারী যান

ফেনীতে পাঠানো হয়েছে সেনা-নৌর ২৩১ সদস্য, ৪৮টি উদ্ধারকারী যান

 

আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া ফেনী জেলায় বন্যা উপদ্রুত এলাকায় সেনা ও নৌবাহিনী  উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে। সেনা ও নৌবাহিনীর ২৩১ জন সদস্য এবং ৪৮টি উদ্ধারকারী যান সেখানে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সেনাবাহিনী থেকে ১৬০ জন সদস্য ৪০টি উদ্ধারকারী যান ফেনী জেলায় পাঠানো হয়েছে। এছাড়া একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। নৌবাহিনীর ৭১ জন সদস্য ও ৮টি উদ্ধারকারী যান কাজ করছে।

এছাড়া বিজিবিসহ আরও নৌযান আনানো হচ্ছে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। দেশের উত্তর-পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। বন্যা আক্রান্ত জেলাগুলোর ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

আপনি আরও পড়তে পারেন