সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঢাকার দোহারে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।
শুক্রবার (২৩ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার সুতারপাড়া এলাকায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ।
এ সময় তিনি বলেন, এতদিনে আওয়ামী লীগ সরকার দেশটাকে একটি জেলখানায় পরিণত করে রেখে ছিলো। আজ দেশ পুনরায় স্বাধীন হয়েছে। এই স্বাধীনতা আমাদের সবাইকে রক্ষা করতে হবে।
সুতারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কুব্বাত সওদাগরের সভাপতিত্বে ও বাহলুল বেপারীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম, সহ-সভাপতি হাকিম মোল্লা, যুবদল নেতা আব্দুল হান্নান, জহিরুল ইসলাম, ফারুক পত্তনদারসহ বিএনপি ও অঙ্গসংগঠণের নেতা কর্মীরা।
সভার সার্বিক তত্বাবধানে ছিলেন যুবদল নেতা করিম বেপারী।