চাকুরী জাতীয়করণের দাবীতে আনসার বাহিনীর কর্মবিরতি

চাকুরী জাতীয়করণের দাবীতে আনসার বাহিনীর কর্মবিরতি

 

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরে দায়িত্বরত আনসার সদস্যরা চাকুরী জাতীয়করণের দাবিতে কর্মবিরতি পালন করেছে।

শনিবার (২৪ আগষ্ট) সারা দিন কর্মবিরতি শেষে বিকেল ৫টায় তাঁরা মিছিল নিয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়।

এসময় তাঁরা বলেন, দেশ ও জাতির দুর্যোগ মুহুর্তে আনসারদের রাষ্ট্রীয় বিভিন্ন কাজে লাগানো হয়। কিন্তু চাকুরী জাতীয়করণ ও বেতন ভাতা বৃদ্ধি কথা বলা হলে বদলিসহ নানা শাস্তি দিয়ে অফিসাররা হয়রানি করছে।

সাধারণ সদস্যদের সুবিধার কথা বিবেচনা না করে কর্মকর্তারা সরকারের উপর মহলে যোগসাজশ করে নিজেদের ফায়দা হাসিল করে। তাঁদের গ্রেড ও অন্যান্য সুবিধা আদায় করেছে। তাঁরা দ্রুত সময়ের মধ্যে আনসার সদস্যদের দাবি মেনে নিয়ে কাজে যোগদানের পরিবেশ সৃষ্টির আহবান জানান।  না হলে এর চেয়ে আরো কঠোর কর্মসূচী দেয়া হবে বলে তারা জানান।

এসময় সাধারণ সদস্যরা মিছিল করে নানা স্লোগান দেন, “আর নয় চুক্তি, এবার চাই মুক্তি”। অফিসারদের দালালি চলবে না, চলবে না। এক দফা এক দাবি দিয়ে তাঁরা সমাবেশ শেষ করে।

এসময় উপস্থিত ছিলেন প্লাটুন কমান্ডার আনোয়ার হোসেন, আনসার কমান্ডার মো. রফিকুল ইসলামসহ অনেকে।

আপনি আরও পড়তে পারেন