যানজটে মানুষ দিশেহারা, মোড়ে মোড়ে গল্প গুজবে ব্যস্ত ট্রাফিক পুলিশ

যানজটে মানুষ দিশেহারা, মোড়ে মোড়ে গল্প গুজবে ব্যস্ত ট্রাফিক পুলিশ

যানজটে মানুষ দিশাহারা। ট্রাফিক পুলিশ মোড়ে মোড়ে গল্প গুজবে ব্যস্ত। জনদুর্গতি লাঘবে তারা উদাসীনতার পরিচয় দিচ্ছেন বলে দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

যানজটে মানুষ দিশেহারা, মোড়ে মোড়ে গল্প গুজবে ব্যস্ত ট্রাফিক পুলিশ

তিনি বলেন, উদাসীনতা দূর করে যানজট নিরসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর কাজে গতি ফিরিয়ে আনতে হবে।

রোববার (২৫ আগস্ট) বিকেলে পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে চলমান বন্যা পরিস্থিতিতে ত্রাণ কার্যক্রম পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন মাওলানা ইউনুছ আহমাদ।

তিনি বলেন, ঢাকার যানজট নিরসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে গতি আনয়নে অন্তর্বর্তীকালীন সরকারকে তদারকি বাড়াতে হবে। ট্রাফিক পুলিশ মোড়ে মোড়ে গল্প গুজবে ব্যস্ত। জনদুর্গতি লাঘবে তারা উদাসীনতার পরিচয় দিচ্ছে। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। যানজটে মানুষ দিশাহারা।

ভারতের পানি আগ্রাসন সম্পর্কে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পানি আগ্রাসন চালাচ্ছে। এই পানি আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ব সংস্থার সামনে অন্তর্বর্তীকালীন সরকারকে ভূমিকা রাখতে হবে।

এসময় উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মুহাম্মদ আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, কৃষিবিদ আফতাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, হারুন অর রশিদ, মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন, মাওলানা এবিএম জাকারিয়া, আলহাজ আব্দুর রহমান।

আপনি আরও পড়তে পারেন