নবাবগঞ্জে মাটিকাটা ও বালু উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড

নবাবগঞ্জে মাটিকাটা ও বালু উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড
ঢাকার নবাবগঞ্জে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে বিক্রির দায়ে ইস্রাফিল হোসেন রাকিব ও নয়ন নামে দুইজনকে কারাদণ্ড এবং বালু উত্তোলনের দায়ে বারেক নামে একজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার (২২ জানুয়ারি) উপজেলার শোল্লা ইউনিয়নের সুলতানপুর ও নয়নশ্রী ইউনিয়নের উত্তর বাহ্রায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  আসিফ রহমান।
জানা যায়, ফসলি জমির মাটি কেটে বিক্রি সংবাদ পেয়ে সুলতানপুরের অভিযান চালিয়ে ইস্রাফিল হোসেন রাকিব ও নয়নকে আটক করে ভ্রাম্যমান আদালত। এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় তাদের প্রত্যেককে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ রহমান।
একই দিন নয়নশ্রীর উত্তর বাহ্রায় অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বারেক নামে একজনকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন নবাবগঞ্জ থানা পুলিশ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ রহমান বলেন, এধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনি আরও পড়তে পারেন