কালুখালীতে সড়ক দূর্ঘটনায় মোটরসাই‌কেল আ‌রোহীর মৃত্যু

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ রাজবাড়ীর কালুখালিতে ট্রাক চাপায় এক মোরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার চাঁদপুর ব্রীজ এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এঘটনা ঘটে ।

নিহত মোটরসাইকেল আরোহী রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের দয়ালনগর গ্রামের মৃত তোরাপ মণ্ডলের ছেলে মোঃ বারেক মন্ডল (৫৫)।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ বলেন, বারেক মণ্ডল মোটরসাইকেল নিয়ে পাংশার দিক থেকে রাজবাড়ীর দিকে আসছিলেন। পথে চাঁদপুর ব্রিজের ওপর পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় তিনি মোটরসাইকেল নিয়ে মহাসড়কের ওপর পড়ে যান। এসময় ট্রাকটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘাতক ট্রাকটিকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

আপনি আরও পড়তে পারেন