হায়দরাবাদের ‘স্টাইলিশ’ ক্রিকেটার সাকিব

 

কলকাতা অধিনায়ক দিনেশ কার্তিককে বোল্ড করে হাত মুষ্টিবদ্ধ করে উল্লাস করলেন সাকিব। যেন উগরে দিলেন নিজের মধ্যে জমে থাকা সব ক্ষোভ। ফুটবলে সাবেক দলের বিপক্ষে গোল করে অনেক খেলোয়াড় ক্ষমা চেয়ে নেন বা উল্লাস করেন না। এই যেমন মোহাম্মদ সালাহ রোমার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের মুখোমুখি লড়াইয়ে গোল করে ক্ষমা চেয়েছিলেন। রিয়াল মাদ্রিদ তারকা ইসকো সাবেক ক্লাব মালাগার বিপক্ষে গোল করেও উল্লাস করেননি। কিন্তু সাকিব সাবেক ক্লাব কলকাতার বিপক্ষে দুই ম্যাচেই উইকেট তুলে নিয়ে উল্লাস করেছেন। মুখে কিছু না বললেও কারণটা নিশ্চয় বোঝা যায়। সাত বছরের পুরনো দল বলে কথা।

সাকিব পুরনো বাড়ি কলকাতার ঘরের মাঠ ইডেন গার্ডেনে ফিরে প্রথম ম্যাচের মতো দ্বিতীয় কোয়ালিফায়ারেও দারুণ পারফর্ম করেছেন। দলের হয়ে ২৪ বলে ২৮ রানের সময়োপযোগী ইনিংস খেলার পাশাপাশি  বল হাতে ফিরিয়েছেন দারুণ ফর্মে থাকা কলকাতা অধিনায়ক দিনেশ কার্তিককে। দলের হয়ে ৩ ওভার হাত ঘুরিয়ে ১৬ রানে নিয়েছেন ১ উইকেট। তবে রশিদ খান জাদুকরী ব্যাটিং এবং বোলিং করে ম্যাচ সেরা হয়েছেন।http://brandbazaarbd.com/product-category/air-conditioner-air-cooler/carrier-air-conditioner/portable-carrier-air-conditioner/

দ্বিতীয় কোয়ালিফায়ারে হায়দরাবাদকে ফাইনালে তুলতে দারুণ অবদান রাখা সাকিব এ ম্যাচের ’স্টাইলিশ’ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। দলকে ফাইনালে তুলতে অবদান রাখা সাকিব বলেন, ‘তৃতীয়বারের মতো আমি আইপিএলের ফাইনাল খেলব। আমার দলকে ধন্যবাদ প্রতিটি ম্যচে আমার ওপর ভরসা রাখার জন্য। কিছু ম্যাচে আমরা আমাদের সেরাটা দিতে পারিনি। তবে হায়দরাবাদের জন্য এবারের মৌসুমটা এখন পর্যন্ত সব মিলিয়ে বেশ ভালো হয়েছে।’

আগের ম্যাচের পরাজয় থেকে শিক্ষা নিয়ে দল ভালো করেছে বলেও এ সময় জানান সাকিব।

তিনি বলেন, ‘ব্র্যাথওয়েট অবশ্যই খুশি হয়েছে। চেন্নাইয়ের বিপক্ষে আমরা যেভাবে হেরেছিলাম, সে ভেবেছিল তার কারণেই হেরেছি। আজ (শুক্রবার রাত) যেভাবে সে ঘুরে দাঁড়িয়েছেন তা ছিল অসাধারণ ব্যাপার। চেন্নাই দারুণ আইপিএল দল। রোমাঞ্চকর এক ফাইনাল হবে তাদের বিপক্ষে।’

এসময় সাকিব মিডল অর্ডারে তার এবং রশিদ খানের বোলিং জুঁটি দলের জন্য গুরুত্বপূর্ণ ছিল বলেও উল্লেখ করেন।

 

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment