দোহার নবাবগঞ্জে উড়ছে বিশ্বকাপের পতাকা

 আবুল হাশেম ফকির।

দরজায় কড়া নাড়ছে রাশিয়া বিশ্বকাপ ফুটবলের আসর।এবারের আসর হবে ২১তম। বিশ্বকাপ ফুটবল মানেই গোটা বিশ্বকে এক সুঁতোয় গাঁথা। আগামী ১৪ জুন রাশিয়া বিশ্বকাপের শুরুর যে বাঁশি বাজবে তখন থেকে গোটা দুনিয় মজে থাকবে রস স্বাদনে। গোটা দুনিয়ার মানুষের দিনের রুটিন চলে আসবে অনেক পরিবর্তন বিশ্বকাপ চলাকালীন। বিশ্বসেরা আর্জেন্টিনা ও ব্রাজিলের মত প্রিয় দল হলেতো কথাই নেই। সব কিছু বাদ, আগে প্রিয় দলের খেলা, তারপর অন্যকিছু। এর মধ্যে শুরু হয়ে গেছে দলীয় পতাকা উড়ানোর হিড়িক পরে গেছে সাড়া বাংলাদেশে।তেমনি দোহার নবাবগঞ্জ ঘুড়ে দেখা যায় আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা বিভিন্ন ভবনের ছাদে বাঁশের খুটিতে এমনকি গাছের সর্ব উচ্চু ডালের চুঁড়ায়। প্রথমদিকে একজন মুক্তিযোদ্ধার রিট পিটিশনের কারনে একটু শিথিলতা আসলে ও তা আবার সেই পূর্বেকার যায়গায় ফিরে এসেছে। সন্মান দেওয়া হয়েছে নিজেদের দেশের পতাকাকে। দোহারের নবাবগঞ্জ প্রত্যন্ত অঞ্চল ঘুরে দেখা যায় বাংলাদেশের পতাকা উপড়ে রেখে নিজ নিজ সমর্থনের পতাকা উড়ানো হয়েছে। মহল্লায়, মহল্লায়, গ্রাম,গঞ্জের এবং অনেক ক্লাব ছাড়াও দলীয় সমর্থন গোষ্ঠীরা নতুন মডেলের টিভি,প্রোজেক্টর সহ নিজের বাসায় বসে খেলা দেখার জন্য খেলার রুটিন হাতে নিয়ে দিনক্ষণ কাল অপেক্ষা করছে ফুটবল প্রেমীরা।ইতিমধ্যে শুরু হয়ে গেছে দলগুলোর খুঁটিনাটি জানার আগ্রহ।বাদ যাচ্ছে না প্রিয় কোন দল রাশিয়ার কোন মাঠে খেলবে ইত্যাদি। রাজনৈতিক অঙ্গনেও শিথিলতা নেমে আসছে, রাশিয়ার বিশ্বকাপ ফুবলকে ঘিরে।অপেক্ষার প্রহর গুনছে কার দল ফাইনালে খেলব, কে হবে বিশ্ব চ্যাম্পিয়ন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment