দুই দিন ধরে অবরোধ পরিবহন বন্ধআগুন জ্বালিয়ে পরিবহন মালিক-শ্রমিকদের প্রতিবাদ

 মোঃ ইব্রাহীম, মাদারীপুর প্রতিনিধি।

ঢাকায় পরিবহন ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে মাদরীপুরে শুক্রবার দ্বিতীয় দিনের মতো দূরপাল্লার বাসের সাথে সকল প্রকার পরিবহন চলাচল বন্ধ রেখেছে মালিক-শ্রমিকরা। মালিক-শ্রমিকরা বেলা ১২টার দিকে মাদারীপুর-শরিয়তপুর-চাঁদপুর সড়কের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় রাস্তায় আগুন জ¦ালিয়ে প্রতিবাদ করেছে। এতে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা। পরিবহন মালিক-শ্রমিকদের দাবী, ঢাকায় বিভিন্ন পরিবহন ভাংচুর করছে শিক্ষার্থীরা। এতে শ্রমিক ও মালিকদের জানমালের ব্যাপক ক্ষতি হচ্ছে। এই কারণে মাদারীপুর থেকে ছেড়ে যাওয়া সকল ধরণে দূরপাল্লার পরিবহন একদিন বন্ধ রাখা হয়। এরপর শুক্রবার সকাল থেকে সকল প্রকার পরিবহন বন্ধ রাখা হয়েছে। এছাড়ও এই ঘটনায় নৌপরিবহন মন্ত্রী ও শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খানের সম্পূক্ত না থাকা সত্বেও তার পদত্যাগ দাবী করা হচ্ছে। যা সম্পূর্ণ অযৌক্তিক। এরই প্রতিবাদে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। এসব সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত পরিবহন বন্ধ থাকারও হুমকি দেন মালিক-শ্রমিকরা। আর দ্বিতীয় দিনেও কোন ঘোষণা ছাড়া দূরপাল্লাসহ সকল প্রকার পরিবহন বন্ধ রাখায় দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা। এব্যাপারে মাদারীপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান হাওলাদার জানান, ‘আমাদের কার্যকরী সভাপতি নৌমন্ত্রী শাজাহান খানের নামে যে অপবাদ দিয়ে তৃতীয়পক্ষ সুযোগ নিচ্ছে, তা আমরা হতে দিবো না। কেন্দ্রীয় নেতৃবৃন্দের আদেশে আমরা মাদারীপুর জেলায় দূরপাল্লাসহ সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রেখেছি। সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত এই অবরোধ চলবে।’ এব্যাপারে জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম জানান, আমরা বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিবাবক, শ্রমিক ইউনিয়ন, মালিক সমিতির সাথে শুক্রবার দুপুরে যৌথসভা করেছি। তারা সকলেই কথা দিয়েছে, কোন প্রকার অপ্রীতিকর কিছু করবে না।’

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment